হোম > সারা দেশ > ঢাকা

রিমান্ড শেষে আবার কারাগারে সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাহজাহান মাঝি নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার দোহার থানায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আবার কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। 

আজ তিন দিনের রিমান্ড শেষে সালমান এফ রহমানকে আদালতে হাজির করে দোহার থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার এসআই ওমর ফারুক তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গত ২ অক্টোবর এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে কারাগার থেকে তাকে রিমান্ডে নেওয়া হয়। 

গত ১৩ আগস্ট রাতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর পর্যায়ক্রমে তাঁকে ৪০ টির বেশি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একের পর এক মামলায় রিমান্ডে নেওয়া হয়। 

রিমান্ড শেষে যে মামলায় আদালতে হাজির করা হয়েছে সেই মামলাটি হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে দোহার থানাধীন করম আলী মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাহজাহান মাঝিসহ অনেকে আহত হন। পরে তিনি দোহার থানায় মামলা করেন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল