হোম > সারা দেশ > ঢাকা

রিমান্ড শেষে আবার কারাগারে সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাহজাহান মাঝি নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার দোহার থানায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আবার কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। 

আজ তিন দিনের রিমান্ড শেষে সালমান এফ রহমানকে আদালতে হাজির করে দোহার থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার এসআই ওমর ফারুক তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গত ২ অক্টোবর এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে কারাগার থেকে তাকে রিমান্ডে নেওয়া হয়। 

গত ১৩ আগস্ট রাতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর পর্যায়ক্রমে তাঁকে ৪০ টির বেশি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একের পর এক মামলায় রিমান্ডে নেওয়া হয়। 

রিমান্ড শেষে যে মামলায় আদালতে হাজির করা হয়েছে সেই মামলাটি হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে দোহার থানাধীন করম আলী মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাহজাহান মাঝিসহ অনেকে আহত হন। পরে তিনি দোহার থানায় মামলা করেন।

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের