হোম > সারা দেশ > ঢাকা

রিমান্ড শেষে আবার কারাগারে সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাহজাহান মাঝি নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার দোহার থানায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আবার কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। 

আজ তিন দিনের রিমান্ড শেষে সালমান এফ রহমানকে আদালতে হাজির করে দোহার থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার এসআই ওমর ফারুক তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গত ২ অক্টোবর এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে কারাগার থেকে তাকে রিমান্ডে নেওয়া হয়। 

গত ১৩ আগস্ট রাতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর পর্যায়ক্রমে তাঁকে ৪০ টির বেশি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একের পর এক মামলায় রিমান্ডে নেওয়া হয়। 

রিমান্ড শেষে যে মামলায় আদালতে হাজির করা হয়েছে সেই মামলাটি হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে দোহার থানাধীন করম আলী মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাহজাহান মাঝিসহ অনেকে আহত হন। পরে তিনি দোহার থানায় মামলা করেন।

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া