হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে চাকা ফেটে দাঁড়িয়ে যাওয়া বাসে আগুন

গাজীপুরের শ্রীপুরে চাকা ফেটে দাঁড়িয়ে যাওয়া একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি পুড়ে যায়।

বাসচালক রিয়াদ মিয়া বলেন, আয়ান ইয়াদ পরিবহনের একটি মিনিবাসে বদর স্পিনিং মিলস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিক পরিবহনের কাজ করি। আজ সন্ধ্যায় কারখানা থেকে ফেরার পথে উপজেলার রঙ্গিলা বাজারে পৌঁছামাত্র বাসের একটি চাকা ফেটে যায়। এরপর চাকা সারানোর জন্য পাশের একটি গ্যারেজে যান তিনি। গ্যারেজে যাওয়ার পরপরই বাসে আগুন জ্বলে ওঠে। এরপর স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই বাসটি পুড়ে যায়। কে আগুন দিয়েছে আমি বলতে পারব না। এ সময় বাসে কোনো শ্রমিক ছিল না।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে মাওনা হাইওয়ে থানার দায়িত্বে থাকা টিআই আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে পুলিশের একটি দল পাঠানো হয়। এ ছাড়া জেলা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল