হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে চাকা ফেটে দাঁড়িয়ে যাওয়া বাসে আগুন

গাজীপুরের শ্রীপুরে চাকা ফেটে দাঁড়িয়ে যাওয়া একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি পুড়ে যায়।

বাসচালক রিয়াদ মিয়া বলেন, আয়ান ইয়াদ পরিবহনের একটি মিনিবাসে বদর স্পিনিং মিলস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিক পরিবহনের কাজ করি। আজ সন্ধ্যায় কারখানা থেকে ফেরার পথে উপজেলার রঙ্গিলা বাজারে পৌঁছামাত্র বাসের একটি চাকা ফেটে যায়। এরপর চাকা সারানোর জন্য পাশের একটি গ্যারেজে যান তিনি। গ্যারেজে যাওয়ার পরপরই বাসে আগুন জ্বলে ওঠে। এরপর স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই বাসটি পুড়ে যায়। কে আগুন দিয়েছে আমি বলতে পারব না। এ সময় বাসে কোনো শ্রমিক ছিল না।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে মাওনা হাইওয়ে থানার দায়িত্বে থাকা টিআই আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে পুলিশের একটি দল পাঠানো হয়। এ ছাড়া জেলা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট