হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বিল্লাল (৪৫)। এ ঘটনায় লাভলী (২৫) নামের এক নারী আহত হয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, গ্রামের বাসিন্দা জাকিরের বাড়িতে বিল্লাল ও তাঁর ১০-১২ জন সহযোগী ডাকাতি করতে আসে। ডাকাতির বিষয়টি টের পেলে স্থানীয় লোকজন জাকিরের বাড়ি ঘেরাও করে।

ডাকাতেরা পালানোর সময় স্থানীয়রা বিল্লালকে রাস্তায় আটক করে এবং তাঁকে পিটিয়ে হত্যা করে। এ সময় সেখানে থাকা লাভলী নামের এক নারী প্রাণ রক্ষায় একটি পুকুরে ঝাঁপ দেন। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। তিনি বলেন, বিল্লালের মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত নারী লাভলীকে হাসপাতালে ভর্তি আছেন। তিনি ডাকাত কি না সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, ‘নিহত বিল্লালের বিরুদ্ধে খুন, ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। গণপিটুনিতে নিহতের ঘটনায় আমাদের আইনি কার্যক্রম চলমান আছে।’

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা