হোম > সারা দেশ > ঢাকা

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের লাঠিচার্জ। ছবি: আজকের পত্রিকা

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরের (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত হওয়া সদস্যরা ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছেন। আজ সোমবার দুপুর ১টায় শিক্ষা ভবন মোড়ে অবস্থান নেন তাঁরা।

এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে ১টা ৫০ মিনিটের দিকে ব্যারিকেড ভেঙে বিডিআর সদস্যরা সামনে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ এবং জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীদের কয়েকজন আহত হয়। পুলিশ এ সময় চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শিক্ষা ভবনের পাশে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নাজমুল হক নামের একজন বলেন, অন্যায়ভাবে যারা জেলে রয়েছে তাদের মুক্তি এবং বিভিন্ন কারণে আওয়ামী লীগের আমলে যে বিডিআর সদস্যরা চাকরি হারিয়েছে, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। স্বাধীন তদন্ত কমিশনের একটি ধারাও বাতিল করতে হবে।

শিক্ষা ভবনের পাশে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা।

পুলিশ আন্দোলনকারী বিডিআর সদস্যদের শিক্ষা ভবনের মোড় থেকে সরিয়ে দিলে দোয়েল চত্বরের দিকে যেতে থাকেন তাঁরা। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন আন্দোলনকারীরা। সমাবেশ শেষে দুপুর পৌনে ১টার দিকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে থাকেন। এ সময় মিছিলটি শিক্ষা ভবনের পাশে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এতে সড়ক অবরোধ করে বসে পড়েন আন্দোলনরতরা।

রাজধানীর বসুন্ধরায় মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন