হোম > সারা দেশ > ঢাকা

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের লাঠিচার্জ। ছবি: আজকের পত্রিকা

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরের (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত হওয়া সদস্যরা ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছেন। আজ সোমবার দুপুর ১টায় শিক্ষা ভবন মোড়ে অবস্থান নেন তাঁরা।

এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে ১টা ৫০ মিনিটের দিকে ব্যারিকেড ভেঙে বিডিআর সদস্যরা সামনে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ এবং জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীদের কয়েকজন আহত হয়। পুলিশ এ সময় চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শিক্ষা ভবনের পাশে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নাজমুল হক নামের একজন বলেন, অন্যায়ভাবে যারা জেলে রয়েছে তাদের মুক্তি এবং বিভিন্ন কারণে আওয়ামী লীগের আমলে যে বিডিআর সদস্যরা চাকরি হারিয়েছে, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। স্বাধীন তদন্ত কমিশনের একটি ধারাও বাতিল করতে হবে।

শিক্ষা ভবনের পাশে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা।

পুলিশ আন্দোলনকারী বিডিআর সদস্যদের শিক্ষা ভবনের মোড় থেকে সরিয়ে দিলে দোয়েল চত্বরের দিকে যেতে থাকেন তাঁরা। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন আন্দোলনকারীরা। সমাবেশ শেষে দুপুর পৌনে ১টার দিকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে থাকেন। এ সময় মিছিলটি শিক্ষা ভবনের পাশে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এতে সড়ক অবরোধ করে বসে পড়েন আন্দোলনরতরা।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে