হোম > সারা দেশ > ঢাকা

সাতক্ষীরার আলিপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অস্ত্র মামলা চলবে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্ত্র মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রউফের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ রায় দেন।

এরফলে বিচারিক আদালতে মামলার কার্যক্রম চলতে বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

মামলায় অভিযোগ করা হয়, চেয়ারম্যান আবদুর রউফ ২০১০ সালের ১২ জুলাই পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী শফিকুল ইসলামের বাড়িতে অস্ত্র রেখে র‍্যাবকে খবর দেন। পরে নিরপরাধ ব্যক্তিকে অস্ত্র মামলায় ফাঁসানোর চক্রান্ত ধরতে পেরে র‍্যাব বাদী হয়ে মামলা করে। যাতে চেয়ারম্যান আবদুর রউফ, তার ছেলে সেলিম, তথ্যদাতা আমিরুল ইসলাম, কর্মচারী ভুট্টো ও চেয়ারম্যানের ইটভাটার ম্যানেজার এনামুলকে আসামি করা হয়।

ওই মামলায় অভিযোগ গঠনের পর ২০১৮ সালে চেয়ারম্যান আবদুর রউফ হাইকোর্টে আবেদন করেন। তাতে হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আসামি পক্ষে ছিলেন জি. এম আজিজুর রহমান।

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ