হোম > সারা দেশ > ঢাকা

লকডাউনে গ্রেপ্তারকৃতদের আদালতে নেওয়ার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

চলমান কঠোর লকডাউনে গ্রেপ্তারকৃতদের থানা হাজতে রাখা, আদালতের হাজতখানায় রাখা এবং আদালতে হাজির করার সময় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বিষয়টি একজন আইনজীবী আদালতের নজরে আনলে হাইকোর্ট এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। 

আজ বুধবার অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে এ বিষয়ে নির্দেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল বেঞ্চ। 

আটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে উদ্দেশ করে হাইকোর্ট বলেন, ‘আপনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলুন। কীভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে গ্রেপ্তারকৃতদের হাজিরা নিশ্চিত করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।’ 

বিষয়টি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদ উদ্দিন। আদালতে আসাদ উদ্দিন বলেন, ‘লকডাউনে বিভিন্ন অভিযোগে রাজধানীর থানাগুলো থেকে গ্রেপ্তার করে সবাইকে একযোগে আদালতের কয়েদখানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে কোর্ট কাস্টোডিতে একজনের সঙ্গে একজন লেগে, একজনের নিশ্বাসের সঙ্গে আরেকজনের নিশ্বাস মিশে একাকার হচ্ছে। একইভাবে তাদের রিসিভি করার জন্য, দেখার জন্য গারদখানার সামনে ভিড় করছেন তাদের আত্মীয়-স্বজন। যে অবস্থা সেখানে দেখা গেছে, কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আমি আপনার কাছে প্রার্থনা করতে চাই, যাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের স্ব স্ব থানায় রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রডিউস করা যায় কি-না।’ 

উল্লেখ্য, ১ জুলাই থেকে শুরু কঠোর লকডাউনের মধ্যে ‘বিনা কারণে’ ঘরের বাইরে বের হওয়ার অভিযোগে গতকাল মঙ্গলবার পর্যন্ত রাজধানীতে ২ হাজার ৪৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির