হোম > সারা দেশ > ঢাকা

লকডাউনে গ্রেপ্তারকৃতদের আদালতে নেওয়ার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

চলমান কঠোর লকডাউনে গ্রেপ্তারকৃতদের থানা হাজতে রাখা, আদালতের হাজতখানায় রাখা এবং আদালতে হাজির করার সময় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বিষয়টি একজন আইনজীবী আদালতের নজরে আনলে হাইকোর্ট এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। 

আজ বুধবার অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে এ বিষয়ে নির্দেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল বেঞ্চ। 

আটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে উদ্দেশ করে হাইকোর্ট বলেন, ‘আপনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলুন। কীভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে গ্রেপ্তারকৃতদের হাজিরা নিশ্চিত করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।’ 

বিষয়টি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদ উদ্দিন। আদালতে আসাদ উদ্দিন বলেন, ‘লকডাউনে বিভিন্ন অভিযোগে রাজধানীর থানাগুলো থেকে গ্রেপ্তার করে সবাইকে একযোগে আদালতের কয়েদখানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে কোর্ট কাস্টোডিতে একজনের সঙ্গে একজন লেগে, একজনের নিশ্বাসের সঙ্গে আরেকজনের নিশ্বাস মিশে একাকার হচ্ছে। একইভাবে তাদের রিসিভি করার জন্য, দেখার জন্য গারদখানার সামনে ভিড় করছেন তাদের আত্মীয়-স্বজন। যে অবস্থা সেখানে দেখা গেছে, কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আমি আপনার কাছে প্রার্থনা করতে চাই, যাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের স্ব স্ব থানায় রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রডিউস করা যায় কি-না।’ 

উল্লেখ্য, ১ জুলাই থেকে শুরু কঠোর লকডাউনের মধ্যে ‘বিনা কারণে’ ঘরের বাইরে বের হওয়ার অভিযোগে গতকাল মঙ্গলবার পর্যন্ত রাজধানীতে ২ হাজার ৪৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ