হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজার এলাকা থেকে স্বর্ণ চোরাচালান চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মো. মফিজুল ইসলাম নামের ওই ব্যক্তিকে গত রোববার রাতে গ্রেপ্তার করে সিআইডি। তাঁর বাড়ি সাতক্ষীরার কলারোয়ার খোদ্দা বাটরা গ্রামে। 

আজ মঙ্গলবার বিকেলে এই তথ্য জানান সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) আজাদ রহমান। 

পুলিশ সুপার বলেন, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকার মালিবাগ থেকে বিমানবন্দর হয়ে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহন লিমিটেডের একটি নন-এসি বাসের ড্রাইভারের সিটের নিচ থেকে ৫৮টি স্বর্ণের বার জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। ছয় কেজি ৭৬০ গ্রাম ওজনের এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার টাকা। 

এ সময় চালক মো. শাহাদৎ হোসেন, তাঁর সহযোগী মো. ইব্রাহীম ও সুপারভাইজার মো. তাইকুল ইসলামকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করে। তারা স্বর্ণ চোরাচালানের সঙ্গে মো. মফিজুল ইসলামের জড়িত থাকার কথা উল্লেখ করে আদালতে জবানবন্দি দেন। 

চোরাচালান চক্রের সঙ্গে জড়িত মো. মফিজুল ইসলামকে গত রোববার সিআইডি ঢাকা মেট্রোর একটি টিম গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট