হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজার এলাকা থেকে স্বর্ণ চোরাচালান চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মো. মফিজুল ইসলাম নামের ওই ব্যক্তিকে গত রোববার রাতে গ্রেপ্তার করে সিআইডি। তাঁর বাড়ি সাতক্ষীরার কলারোয়ার খোদ্দা বাটরা গ্রামে। 

আজ মঙ্গলবার বিকেলে এই তথ্য জানান সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) আজাদ রহমান। 

পুলিশ সুপার বলেন, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকার মালিবাগ থেকে বিমানবন্দর হয়ে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহন লিমিটেডের একটি নন-এসি বাসের ড্রাইভারের সিটের নিচ থেকে ৫৮টি স্বর্ণের বার জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। ছয় কেজি ৭৬০ গ্রাম ওজনের এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার টাকা। 

এ সময় চালক মো. শাহাদৎ হোসেন, তাঁর সহযোগী মো. ইব্রাহীম ও সুপারভাইজার মো. তাইকুল ইসলামকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করে। তারা স্বর্ণ চোরাচালানের সঙ্গে মো. মফিজুল ইসলামের জড়িত থাকার কথা উল্লেখ করে আদালতে জবানবন্দি দেন। 

চোরাচালান চক্রের সঙ্গে জড়িত মো. মফিজুল ইসলামকে গত রোববার সিআইডি ঢাকা মেট্রোর একটি টিম গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির