হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি বন্ধের আইন কার্যকরের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধের আইন কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশের তামাক বিরোধী জোট। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান তাঁরা। 

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) চেয়ারম্যান ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের উপদেষ্টা আবু নাসের খান বলেন, অনেকে সিগারেটের ভেতর অন্যান্য তামাকজাত দ্রব্য বিক্রয় করছেন। তবে সবাই সিগারেটের ভেতর অন্যান্য তামাক দিয়ে সেগুলো স্কুল কলেজের শিক্ষার্থীদের হাতে তুলে দেয় না। কিন্তু অনেকেই এটা করে। 

পবা চেয়ারম্যান বলেন, ওষুধ কোম্পানিগুলো বিশ্বের সবচেয়ে বড় মুনাফা অর্জনকারী কোম্পানি। এদের সঙ্গে তামাক কোম্পানিগুলো যুক্ত হয়েছে। তাই তারা চাইছে না তামাকজাত দ্রব্য বন্ধ হোক। 

তামাক বিরোধী জোটের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীতিনির্ধারকদের বিভিন্নভাবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে তামাক বিক্রেতা কোম্পানিগুলো। তামাক নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ ও প্রচেষ্টাকে নস্যাৎ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা। তাদের এই পদক্ষেপগুলোকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে উল্লেখ করেন আলোচকেরা। 

এ সময় উপস্থিত ছিল মাদক বিরোধী সংগঠন প্রত্যাশা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও এইড ফাউন্ডেশনের প্রতিনিধিরা। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন