হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর সবুজবাগে যুবককে পিটিয়ে হত্যা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রমজান সবুজবাগ এলাকার সন্ত্রাসী কার্যক্রম চালাতেন। পিটুনিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলী আজকের পত্রিকাকে বলেন, রমজানকে পিটিয়ে মেরেছে একদল লোক। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।

এদিকে রমজানকে পিটিয়ে হত্যার পরের একটি ভিডিওতে দেখা গেছে, কালো টি-শার্ট ও জিনস প্যান্ট পরনে রমজানের নিথর দেহ পড়ে আছে একটি সরু গলিতে। তাঁর মুখ ও মাথা থেঁতলানো।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী বলেন, বিকেলে রমজান তাঁর এক সহযোগীকে নিয়ে ভাইগদিয়া এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা রমজানসহ তাঁর সহযোগীকে আটক করে পেটান। এতে রমজান ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে সবুজবাগ থানার পুলিশ রমজানের সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুগদা জেনারেল হাসপাতালে পুলিশি হেফাজতে ভর্তি করা হয়।

পুলিশ সূত্র জানায়, কয়েক মাস আগে রমজানকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট সরকার পতনের পর জামিনে বেরিয়ে আসেন তিনি। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতিসহ ডজনখানেক মামলা আছে। তিনি খিলগাঁও, বাসাবো, সবুজবাগ, মুগদা ও মাদারটেক এলাকায় সক্রিয় ছিলেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন