হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মেয়েকে বাঁচাতে গিয়ে বখাটেদের হামলায় আহত বাবা-মা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বখাটেদের কবল থেকে কিশোরী মেয়েকে (১৭) বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন তার বাবা-মা। গতকাল বুধবার রাতে সাড়ে ১০টায় ফতুল্লা থানার পাগলা নন্দলালপুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর তিন বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে-পাগলা নন্দলালপুর এলাকার কামালের ছেলে রাব্বি (১৭), একই এলাকার হারুনের ছেলে কাউছার (১৪) এবং নয়ামাটি এলাকার হানিফের ছেলে শামিম (১৬)। 

মামলায় কিশোরীর বাবা বাদী হয়ে উল্লেখ করেন, তাঁর মেয়ে ১৫ দিন আগে স্থানীয় একটি মিলে হেলপার হিসেবে যোগদান করে। যাতায়াতের পথে বখাটেরা তাঁর মেয়েকে উত্ত্যক্ত ও অশালীন মন্তব্য করত। গতকাল বুধবার রাত সাড়ে দশটার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বখাটে রাব্বি, কাউছার, শামিম ও সজল তাঁর মেয়ের পথরোধ করে অশালীন প্রস্তাব দেয়। এর প্রতিবাদ করলে বখাটেরা তার শ্লীলতাহানি করে। মেয়ের ডাক-চিৎকার করলে বাদী ও তার স্ত্রী এগিয়ে আসলে তাদেরও মারধর করে বখাটেরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় তারা। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার উপপরিদর্শক বোরহান বলেন, ঘটনার পর মামলা দায়ের করা হলে আমরা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছি। এই মামলায় আরও একজন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা