হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মেয়েকে বাঁচাতে গিয়ে বখাটেদের হামলায় আহত বাবা-মা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বখাটেদের কবল থেকে কিশোরী মেয়েকে (১৭) বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন তার বাবা-মা। গতকাল বুধবার রাতে সাড়ে ১০টায় ফতুল্লা থানার পাগলা নন্দলালপুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর তিন বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে-পাগলা নন্দলালপুর এলাকার কামালের ছেলে রাব্বি (১৭), একই এলাকার হারুনের ছেলে কাউছার (১৪) এবং নয়ামাটি এলাকার হানিফের ছেলে শামিম (১৬)। 

মামলায় কিশোরীর বাবা বাদী হয়ে উল্লেখ করেন, তাঁর মেয়ে ১৫ দিন আগে স্থানীয় একটি মিলে হেলপার হিসেবে যোগদান করে। যাতায়াতের পথে বখাটেরা তাঁর মেয়েকে উত্ত্যক্ত ও অশালীন মন্তব্য করত। গতকাল বুধবার রাত সাড়ে দশটার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বখাটে রাব্বি, কাউছার, শামিম ও সজল তাঁর মেয়ের পথরোধ করে অশালীন প্রস্তাব দেয়। এর প্রতিবাদ করলে বখাটেরা তার শ্লীলতাহানি করে। মেয়ের ডাক-চিৎকার করলে বাদী ও তার স্ত্রী এগিয়ে আসলে তাদেরও মারধর করে বখাটেরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় তারা। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার উপপরিদর্শক বোরহান বলেন, ঘটনার পর মামলা দায়ের করা হলে আমরা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছি। এই মামলায় আরও একজন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে