হোম > সারা দেশ > ঢাকা

দেখে মনে হয় র‍্যাবের সদস্য, পরিচয় দেন গোয়েন্দা পুলিশের

সাভার (ঢাকা) প্রতিনিধি

সন্দেহজনকভাবে এলাকায় ঘুরছিলেন এক নারী ও এক পুরুষ। দুজনেরই পরনে কালো শার্ট। স্থানীয় বাসিন্দারা পরিচয় জানতে চাইলে বলেন, তাঁরা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব তাঁদের। পরে পরিচয়পত্র দেখতে চেয়ে না পেলে র‍্যাবে খবর দেন স্থানীয় বাসিন্দারা। র‍্যাব-৪-এর একটি দল তাঁদের গ্রেপ্তার করে আশুলিয়া থানায় হস্তান্তর করে। 

আজ রোববার গ্রেপ্তার দুজনকে আশুলিয়া থানা থেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার শিমুলতলা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম। 

গ্রেপ্তার আসামিরা হলেন রাজবাড়ী জেলা সদরের ঘোষবাড়ী গ্রামের বাসিন্দা ইসরাত জাহান সুমি (২৬) এবং ঢাকার সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের শামাইর গ্রামের বাসিন্দা ফারদীন ইসলাম (২২)। 

মামলার এজাহারে বলা হয়, সুমি ও ফারদীন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পরে স্থানীয় কয়েকজন মিলে তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর বা ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেন। আইডি কার্ড দেখতে চাইলে তাঁরা দেখাতে না পেরে পালিয়ে যেতে চান। পরে র‍্যাবে খবর দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন দুজন মিলে ছদ্মবেশ ধারণ করে ডিবি সদস্য সেজে এলাকায় এসেছে। 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আসামিরা নিজেদের কখনো আইনশৃঙ্খলা বাহিনী, আবার কখনো ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিতেন। ঘটনাস্থল থেকে র‍্যাব তাঁদের আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে। পরে স্থানীয় একজন বাদী হয়ে মামলা করলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশ কর্মকর্তা আরও জানান, মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎ করাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। এ ছাড়া তাঁদের ড্রেস দেখে যে কেউ প্রথমে মনে করবেন তাঁরা র‍্যাবের সদস্য।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট