করোনামুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর পরিবারের সদস্যরা। গতকাল বুধবার রাতে মির্জা ফখরুলসহ তাঁর পরিবারের সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী ইউনুস আলী।
আজ বৃহস্পতিবার বিকেলে ইউনুস বলেন, গতকাল বুধবার রাতে মির্জা ফখরুলসহ তাঁর পরিবারের সবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তাঁর (মির্জা ফখরুলের) শরীর অত্যন্ত দুর্বল এবং চিকিৎসক তাঁকে আরও কয়েক দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রী রাহাত আরা বেগমের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় গত ১১ জানুয়ারি। এর পর তাঁদের মেয়ে, ভাই-ভাবি, গৃহকর্মীসহ সবার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।