হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৪

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চার যাত্রী। আজ বৃহস্পতিবার বিকেলে পলাশ থানার পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের মধ্যে একজন হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুয়ারিখোলা গ্রামের সুরেন্দ্র নাথের ছেলে পংকজ নাথ (৪০)। এ ছাড়া নিহত হওয়া এক নারীর পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ। তিনি জানান, আজ বিকেল ৪টার দিকে পাঁচদোনা থেকে শিশুসহ ছয়জন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা ঘোড়াশালের দিকে যাচ্ছিল। পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। 

ওসি আরও জানান, ঘটনাস্থলে অটোযাত্রী পংকজ নাথ নিহত হন। আহত হন নারীসহ আরও পাঁচ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঘোড়াশাল ও নরসিংদী সদর হাসপাতালে নিলে সেখানে এক নারী যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনকে ঘোড়াশালের একটি বেসরকারি হাসপাতালে ও দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, ‘নিহতদের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির