হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৪

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চার যাত্রী। আজ বৃহস্পতিবার বিকেলে পলাশ থানার পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের মধ্যে একজন হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুয়ারিখোলা গ্রামের সুরেন্দ্র নাথের ছেলে পংকজ নাথ (৪০)। এ ছাড়া নিহত হওয়া এক নারীর পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ। তিনি জানান, আজ বিকেল ৪টার দিকে পাঁচদোনা থেকে শিশুসহ ছয়জন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা ঘোড়াশালের দিকে যাচ্ছিল। পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। 

ওসি আরও জানান, ঘটনাস্থলে অটোযাত্রী পংকজ নাথ নিহত হন। আহত হন নারীসহ আরও পাঁচ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঘোড়াশাল ও নরসিংদী সদর হাসপাতালে নিলে সেখানে এক নারী যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনকে ঘোড়াশালের একটি বেসরকারি হাসপাতালে ও দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, ‘নিহতদের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯