হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় ডি এ কে টেক্সটাইল মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনে মিলের বিভিন্ন কাঁচামাল ও মেশিনারিজ সামগ্রী পুড়ে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার কর্মী মোতালিব বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিংকর সাহার মালিকানাধীন ডি এ কে টেক্সটাইল মিলে শেডের ওপর আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণের মধ্যে আগুন কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। আগুন জ্বলতে দেখে কারখানার ভেতরে কর্মরত শ্রমিকেরা দ্রুত বের হয়ে যান।

খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ তুলা, সুতা, কেমিক্যাল ও মেশিনারিজ সামগ্রী পুড়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের খবর পেয়ে আমাদের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব