হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

৪টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করলেই ভোট দেওয়া যাবে

সাখাওয়াত ফাহাদ ও শরিফুল ইসলাম তনয়, নারায়ণগঞ্জ থেকে

চলছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের শেষ মুহূর্তের ভোট গ্রহণ। ভোট সুষ্ঠু ও নিরাপদ হলেও অতিরিক্ত সময়ক্ষেপণের কারণে ভোট গ্রহণের পরিমাণ কম দেখা গেছে। ইভিএমে নতুন প্রক্রিয়ায় ভোট গ্রহণ, কেন্দ্রে যথেষ্ট প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীর অভাব, লাইনের জটিলতাসহ বিভিন্ন কারণে ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগেও ৪৫ শতাংশের বেশি ভোট নিতে পারেননি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। তবে জানানো হয়েছে, ৪টার মধ্যে যাঁরাই কেন্দ্রে প্রবেশ করবেন তাঁদের সবার ভোট গ্রহণ করা হবে। 

আজ রোববার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয়, পাইনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজি শামসুদ্দিন উচ্চবিদ্যালয়, ফুলকলি ল্যাবরেটরি হাইস্কুল, মিজমিজি পাইনাদি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিম পাড়া উচ্চবিদ্যালয়, ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় শেখ মরতুজা উচ্চবিদ্যালয়, আলী আকবর মডেল হাইস্কুল, ৯৯নং সানারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ, ৪ নম্বর ওয়ার্ডের ১০২ নং শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয়, ৬ নম্বর ওয়ার্ডের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, ৭ নম্বর ওয়ার্ডের সরকারি এম ডব্লিউ কলেজ, ৮ নম্বর ওয়ার্ডের পপুলার ধনকুন্ডা হাইস্কুলের ২৮টি কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করা হয়। 

সরেজমিনে কেন্দ্রগুলোতে সকাল থেকেই উৎসাহী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটারদের ভোগান্তি ও বিরক্তি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে লাইনেই বসে পড়েছেন অনেকে। ইভিএমে ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে অনেকেই না জানায় ভোট গ্রহণের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

২৮টি কেন্দ্রের মোট ভোটার প্রায় ৭৯ হাজার ১০৭ জন। এসব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রগুলোতে মোট ভোটারের ৪২ থেকে ৪৫ শতাংশ ভোট তাঁরা নিতে পেরেছেন। ভোটকেন্দ্রগুলোতে পুরুষের পাশাপাশি নারী ভোটারদেরও উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা গেছে। ভোটাররা জানিয়েছেন, তাঁরা নিরাপদে এবং নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন৷ তবে অধিকাংশ ভোটকক্ষে হাতি প্রতীকের প্রতিনিধিদের পাওয়া যায়নি। আবার কিছু কক্ষে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কাউন্সিলরের কার্ড ঝোলানো ব্যক্তি নিজেকে হাতি প্রতীকের এজেন্ট বলে পরিচয় দিয়েছেন। 

তবে অধিকাংশ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জানিয়েছেন, শেষ সময় হলেও কেন্দ্রে যাঁরা অবশিষ্ট থাকবেন তাঁদের সবার ভোট নেওয়া হবে। কেন্দ্র এলাকায় মাইকিং করে জানানো হয়েছে, ৪টার মধ্যে যাঁরা কেন্দ্র এলাকায় প্রবেশ করবেন তাঁদের সবার ভোট গ্রহণ করা হবে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ