হোম > সারা দেশ > ঢাকা

গরুচোর সন্দেহে দুই নারীর চুল কেটে দিল স্থানীয়রা, পুলিশের মামলা

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে গরু চোর সন্দেহে দুই নারীসহ চারজনকে পিটিয়ে আহত করে থানায় মামলা করা হয়েছে। এর আগে ওই দুই নারীর চুল কেটে দেওয়া হয়। আজ রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। 

এদিকে চোর সন্দেহে ওই দুই নারীকে পিটিয়ে আহত করা ও চুল কেটে দেওয়ার অভিযোগে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জন গ্রামবাসীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

আজ রোববার সাভার মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস। তবে নাম প্রকাশ করলে পালিয়ে যেতে পারে এই আশঙ্কায় প্রধান আসামির নাম বলতে চায়নি পুলিশ। 

গ্রেপ্তার দুই নারীর নাম নাজমা বেগম ও পারভিন বেগম। তাঁরা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাসিন্দা। বর্তমানে রাজধানীর মিরপুর শাহ আলী মাজারের পাশে বস্তিতে অস্থায়ীভাবে বসবাস করেন। 

পুলিশ বলছে, গতকাল দুপুরে বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় প্রকাশ্যে হাবিবুল্লাহ নামের এক ব্যক্তির গরু চুরি করার চেষ্টা করছিলেন দুই নারী ও দুই পুরুষ। এলাকাবাসী টের পেয়ে চারজনকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে এবং দুই নারীর চুল কেটে দেয়। পরে এলাকাবাসী আহত চারজনকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সে সময় পুরুষ দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু দুই নারী পালাতে পারেননি। রাত সোয়া ১২টায় হাবিবুল্লাহ দুই নারীসহ চারজনকে আসামি করে সাভার মডেল থানায় গরু চুরির চেষ্টার মামলা করেন। 

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সায়েদ বিন জসিম বলেন, ‘শনিবার দুই নারীসহ চুরির সঙ্গে জড়িত চারজন এসেছিল। একজনের পায়ে একটু সমস্যা হয়েছে। বাকি সবার অবস্থা ভালো ছিল। আমরা শুধু চিকিৎসার বিষয়টি দেখেছি। বাকি বিষয় পুলিশ দেখবে।’ 

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস বলেন, ‘চুরির চেষ্টার মামলায় গ্রেপ্তার দুই নারীকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। চোর সন্দেহে দুই নারীকে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগে ৩২৩ ও ৩২৬ ধারায়, দত্তপাড়া এলাকার এক ব্যক্তির নামসহ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। সেসব আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ