হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে মিছিলে পুলিশের গুলিতে ৩ কর্মী আহত, দাবি বিএনপির

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মিছিল করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ নেতা-কর্মীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়লে বিএনপির তিন কর্মী আহত হন। আজ রোববার সকালে শহরের প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। 

বিএনপি কর্মীদের লক্ষ্য করে পুলিশ বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছুড়লে জবাবে বিএনপির কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় যুবদলের তিন কর্মী গুলিবিদ্ধ হন। তাঁরা হলেন ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল। তাঁরা সবাই নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের কর্মী বলে জানা গেছে। 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ প্রেসক্লাব এলাকায় হরতালের সমর্থনে মিছিলের জন্য জড়ো হচ্ছিল। এ সময় পুলিশ আমাদের কর্মীদের লক্ষ্য করে শটগানের গুলি ছোড়ে। গুলিতে আমাদের তিনজন আহত হয়।’ 

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হচ্ছিল। তখন তাদের সরিয়ে দিতে গেলে আমাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়তে হয়।’ 

এদিকে হরতালের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। আজ রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় মিছিল করেন নেতা-কর্মীরা। তাঁদের অবস্থানের কারণে সড়কের উভয় প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

রিজভীর নেতৃত্বে এ সময় মিছিলে দেখা যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালাহউদ্দিন সালুসহ অর্ধশত নেতা-কর্মীকে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির