হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় মাদকের চালান আনতেন গ্রিনলাইনের চালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহজাহানপুরের মালিবাগ এলাকায় কক্সবাজার থেকে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মানিক মিয়া, সৈয়দ আলম ও আলাউদ্দিন। তাঁদের মধ্যে মানিক গ্রিনলাইন পরিবহনের চালক। 

রোববার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান। 

মশিউর রহমান বলেন, গত শনিবার সকালে গ্রিনলাইন পরিবহনের বাসে অভিযান চালিয়ে মানিক ও আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল থেকে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিসি মশিউর রহমান বলেন, গ্রিনলাইন পরিবহনের চালক দুই বছর ধরে মাদকের চালান ঢাকায় আনার কাজ করতেন। এই চক্রে জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি লালবাগের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে বাস চালক পেশার আড়ালে মাদকের চালান সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যেম কারাগারে পাঠানো হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক কে

নিরাপত্তা শঙ্কা : বেলা ২টায় যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩