তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ণ দিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করে। পরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা মেরিন টেকনোলজির ভেতরে মিছিল করে। মিছিল নিয়ে প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তাদের দাবি উত্থাপন করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
ছাত্ররা জানান, দ্রুত সময়ের মধ্যে তাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। দাবি না মেনে নেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। সারাদেশেই এই আন্দোলন চলছে। কোনো অজুহাতে কিংবা কোনো আশ্বাসে আন্দোলন থামাতে পারবে না। বারবার আশ্বাস দিয়ে ছাত্রদের সঙ্গে টালবাহানা করা হয়েছে। দাবি আদায়ের পরেই শ্রেণিকক্ষে ফিরবেন তারা।
শিক্ষার্থীদের দাবি, মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য অনূর্ধ্ব ৬ মাসের প্রি-সি ট্রেনিংয়ের মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন ইঞ্জিন ও মেশিন-সংশ্লিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগের বিধান চালু ও প্রশিক্ষণের মান উন্নত করতে হবে।