হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে ছাত্রলীগের সভাপতি–সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা আ.লীগ নেতার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রলীগের সভাপতি–সাধারণ সম্পাদকের সমালোচনা করে অবাঞ্ছিত ঘোষণা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মিন্টু। এ সময় তাঁদের দলীয় কর্মকাণ্ডে থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি। 

আজ রোববার আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আব্দুল আলিম মিন্টু বলেন, ‘উপজেলা ছাত্রলীগের কমিটি আজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তারা দলীয় কর্মকাণ্ডে থাকে না। অনেকের ছাত্রত্ব নেই। দলের জন্য ক্ষতিকর ও বিব্রতকর কর্মকাণ্ডে জড়িত থাকে।’ এ সময় নেতা কর্মীদের আনন্দ–উল্লাস প্রকাশ করতে দেখা যায়। 

এর আগে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পরে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা হয়। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অধ্যাপক রনজিত কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাম চন্দ্র সাহা, মো. আতোয়ার রহমান, এ কে সারোয়ার কিরন খান, যুগ্ম সম্পাদক মো. শামসুল আলম খান, যুবলীগের সভাপতি বাবুল ব্যাপারী, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান আলাই। 

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির এমন বক্তব্যে নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা জানান, ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি বিবাহিত এবং তিনি লেখাপড়া করছেন না। বর্তমানে তিনি ভেকু ও ড্রেজার ব্যবসায়ী। আর সাধারণ সম্পাদক শুভ আহমেদ টোকনের ছাত্রত্ব নেই। উভয়েই দলীয় নিয়ম-নীতির তোয়াক্কা করেন না। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ টোকন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এমপি মহোদয়ের সঙ্গে জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে এসেছি। এভাবে প্রকাশ্যে অবাঞ্ছিত ঘোষণা করা দলীয় নিয়ম-বহির্ভূত। বিষয়টি আমাদের জন্য অপমানজনক। কী কারণে তিনি (উপজেলা আওয়ামী লীগের সভাপতি) আমাদের কমিটি অবাঞ্ছিত ঘোষণা করলেন তা জানা নেই।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন