হোম > সারা দেশ > ঢাকা

জামিন পেলেন দুদক থেকে বরখাস্ত হওয়া এনামুল বাছির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘুষ গ্রহণের মামলায় দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. রইস উদ্দিনের বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন। একই সঙ্গে আপিল শুনানির জন্য নথি প্রস্তুতির নির্দেশ দিয়েছেন আদালত।

এতে বাছিরের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে ২৩ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ এনামুল বাছিরকে জামিন দেন। কিন্তু আপিলের নথিতে জামিন আবেদন না থাকায় পরদিন তা প্রত্যাহার করা হয়। এর আগে নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে গত ১৩ এপ্রিল বাছিরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে ৮০ লাখ টাকা জরিমানা স্থগিত করেন হাইকোর্ট। ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই ওই মামলা করে দুদক।

২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল খন্দকার এনামুল বাছিরকে অর্থ পাচারের অভিযোগে ৫ বছরের কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া ঘুষ লেনদেনের অভিযোগে তাঁকে ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়। তবে দুটি দণ্ড একসঙ্গে চলবে বলে তাঁকে পাঁচ বছর দণ্ড ভোগ করতে হবে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে