মানিকগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কু-রুচিপূর্ণ ভিডিও শেয়ার করার অভিযোগে এক যুবদল নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল এ মামলা হয়। মামলায় অভিযুক্ত নেতার নাম শেখ মানিক।
গতকাল শুক্রবার রাতে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সম্পাদক মোঃ ইমরান চৌধুরী বাদী হয়ে শিবালয় থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত শেখ মানিক উপজেলার দাসকান্দি গ্রামের মৃত নেয়ামতের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, শেখ মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে গত ৪ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে একটি কুরুচিপূর্ণ ভিডিও শেয়ার করেন। ভিডিওটি শেয়ারের ফলে প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এতে এলাকায় তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া ও চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ জানান, মামলায় অভিযুক্ত শেখ মানিক উপজেলা যুবদলের সক্রিয় নেতা। তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে।