রাজধানীর উত্তরায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম সমীর চন্দ্র বর্মণ (৩৫)। আজ রোববার সকাল ৮টার দিকে উত্তরার জয়নাল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‘এগারো সিন্ধু’ নামে ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল।
নিহত সমীর ‘এগারো সিন্ধু’ ট্রেনের সুরুচি ফাস্ট ফুডে অস্থায়ী ক্লিনার হিসেবে কাজ করতেন। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার মৃত অরুণ চন্দ্র বর্মণ ও রেখা রানী দম্পতির ছেলে।
রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলী আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে থেকে উত্তরার জয়নাল মার্কেট এলাকায় পড়ে গিয়ে নিহত হন সমীর। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এসআই আলী আকবর বলেন, ‘ধারণা করা হচ্ছে, ট্রেন চলাচলের সময় সমীর গেটে দাঁড়িয়ে ছিলেন। পরে ট্রেনের ঝাঁকি লেগে কোনো না কোনোভাবে তিনি নিচে পড়ে যান। এতে তাঁর মৃত্যু হয়।’