হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০

ঢামেক প্রতিবেদক

দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারিতে আহত অন্তত ১০ জন চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। আহতদের মধ্যে দুই কলেজের শিক্ষার্থীরা রয়েছেন।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলেন—ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব (১৮), সিয়াম (১৭), রাজীন (১৮), সাফাত (১৮), আবিদ (২২), নিলয় (২৫), তানভির ইসলাম তুহিদ (২৪) সিয়াম। সিটি কলেজের শামীম (১৮)। এছাড়া আহত হয়েছেন পথচারী মো. সানি (৩২)।

ঢাকা কলেজের আহত এক শিক্ষার্থী বলেন, ‘গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজের শিক্ষার্থীকে মারধর করে। তারই জেরে আজ এই ঘটনা ঘটে থাকতে পারে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘দুপুর থেকে বিকেল পর্যন্ত ১০ জনের মতো শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছিল। তাদের সবাই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কারও অবস্থা গুরুতর নয়।’

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন