হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নবজাতক মৃত্যুর ১ মাস পর মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মারুফা আক্তার (২৪) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। নিহত মারুফা আক্তার উপজেলার চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামের মিনহাজ উদ্দিনের স্ত্রী। মিনহাজ উদ্দিন পেশায় একজন অটোরিকশা চালক।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মিনহাজ উদ্দিন বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে দেখতে পান বসতঘরের ভেতর থেকে দরজা লাগানো। পরে দরজা ভেঙে মারুফাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মিনহাজ। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফাকে মৃত বলে ঘোষণা করেন। এক মাস আগে এ দম্পতির নবজাতক মারা যান। এরপর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন মারুফা আক্তার। এ শোকেই সে ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু