বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় এলাকায পরে এবার ঢাকা থেকেও সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৫ মে) রাতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসন্ন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নৌপথ উত্তাল হওয়ায় যাত্রীসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে ২৫ মে রাত ১০টা থেকে ঢাকা নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. জয়নাল আবেদীন বলেন, বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সে অনুযায়ী তাঁরা ব্যবস্থা নিচ্ছেন।