হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় মাদ্রাসার মাঠে বজ্রপাতে ১১ ছাত্র আহত

ফরিদপুর ও নগরকান্দা প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতে মাদ্রাসার ১১ ছাত্র আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে  ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত শিশুরা সবাই মাদ্রাসার নুরানি বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে। 

আজ সোমবার সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো—হোসাইন, ছামিউল, মুজাহিদ, রেজাউল, ওলিউল্লাহ, মুস্তাকিম, সাজিম, মারুফ, আব্দুর রহমান, রিয়াদ, বায়েজিদ। 

মাদ্রাসা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন শিক্ষার্থীরা মাদ্রাসা ভবনের বারান্দায় দাড়িয়ে ছিল। হঠাৎ মাদ্রাসার মাঠে বজ্রপাত ঘটে। এতে শিক্ষার্থীরা আহত হয়। পরে মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নেয়। আহতদের মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। বাকি ৬ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

এ বিষয়ে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘একটি মাদ্রাসার ১০-১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘হাসপাতালে যাদের আনা হয়েছিল প্রত্যেকে আতঙ্কিত ছিল। ভয় পেয়ে তারা মূলত অসুস্থ হয়ে পড়ে, কারও গুরুতর কিছু হয়নি। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে।’

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা