হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর উত্তরায় মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টারের সামনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ করে তারা। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজটের সৃষ্টি হয়। 

এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জেগেছে রে ভাই জেগেছে ছাত্রসমাজ জেগেছে’, ‘বাঁচার মতো বাঁচতে চাই নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত প্রদক্ষিণ করে। 

বিক্ষোভকালে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এবং নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় কয়েক শ শিক্ষার্থী উপস্থিত ছিল। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

এ বিষয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম আজকের পত্রিকাকে বলেন, বাসচাপায় এক ছাত্র আহত হওয়ার ঘটনায় মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

মোরশেদ আলম বলেন, বাসচাপায় আহত ছাত্র বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা অপরিবর্তনীয়। 

উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরে গত রোববার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এনা পরিবহনের একটি বাস মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্র সাদের কোমরের ওপর দিয়ে তুলে দেয়। এতে ওই ছাত্রের এক পা, গোপনাঙ্গসহ নিম্নাংশ থেঁতলে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। 

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা