হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর উত্তরায় মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টারের সামনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ করে তারা। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজটের সৃষ্টি হয়। 

এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জেগেছে রে ভাই জেগেছে ছাত্রসমাজ জেগেছে’, ‘বাঁচার মতো বাঁচতে চাই নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত প্রদক্ষিণ করে। 

বিক্ষোভকালে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এবং নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় কয়েক শ শিক্ষার্থী উপস্থিত ছিল। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

এ বিষয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম আজকের পত্রিকাকে বলেন, বাসচাপায় এক ছাত্র আহত হওয়ার ঘটনায় মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

মোরশেদ আলম বলেন, বাসচাপায় আহত ছাত্র বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা অপরিবর্তনীয়। 

উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরে গত রোববার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এনা পরিবহনের একটি বাস মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্র সাদের কোমরের ওপর দিয়ে তুলে দেয়। এতে ওই ছাত্রের এক পা, গোপনাঙ্গসহ নিম্নাংশ থেঁতলে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট