রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের অবস্থা সংকটাপন্ন। আজ মঙ্গলবার বাসেত মজুমদারের ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
সাঈদ আহমেদ রাজা বলেন, সকাল থেকে লিভার ও কিডনি কাজ করছে না। তাঁর কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে।
এর আগে নিউমোনিয়ার সমস্যার কারণে গত ২২ অক্টোবর বাসেত মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত রোববার তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এর মধ্যে তাঁর হার্ট অ্যাটাকও হয়েছে বলে জানান সাঈদ আহমেদ রাজা। তিনি তাঁর বাবার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।
গরিবের আইনজীবী হিসেবে খ্যাত বাসেত মজুমদার আইন পেশায় ৫৬ বছর পার করেছেন। ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিও।