গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বনমালা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে পুলিশে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত নারীর নাম মরিয়ম আক্তার তারিন (২২)। তিনি বনমালা রেলগেট এলাকার ভাড়া বাসায় স্বামী আল-আমিন জাফরুল্লার সঙ্গে বাস করতেন।
পুলিশ জানায়, আজ সকালে রেললাইন পার হতে গিয়ে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মরিয়ম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্না বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।