হোম > সারা দেশ > ঢাকা

করোনার ভুয়া রিপোর্ট: রিজেন্টের সাহেদসহ ৫ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দিয়ে ২ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের মামলায় বিতর্কিত ব্যবসায়ী ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর অভিযোগ গঠন করেন।

মামলার অন্য আসামিরা হলেন দিপায়ন বসু (৩২), অনিন্দ্য দত্ত (৩১), মাসুদ পারভেজ (৪০) ও মো. মিজানুর রহমান (৩৯)। তাদের মধ্যে দিপায়ন বসু ও অনিন্দ্য দত্ত মামলার শুরু থেকেই পলাতক। সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকি আসামিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন।

ওই আদালতের বেঞ্চ সহকারী তৌহিদ খান অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাহেদসহ পাঁচজনের বিচার শুরু হল। তিনি আরও বলেন, আগামী ২ জুলাই সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ জন শ্রমিকের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট প্রদানের মাধ্যমে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়। ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন একশিড করপোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম।

মামলাটি তদন্ত শেষে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াদুর রহমান ২০২১ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

জানা গেছে, সাহেদের বিরুদ্ধে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট সংশ্লিষ্ট আরও একটি মামলা ঢাকার বিশেষ জজ আদালত-২ এ বিচার চলছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচারসহ প্রতারণার অনেক মামলাই সাহেদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। তিনি অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন