হোম > সারা দেশ > ঢাকা

অবৈধ মাদক নিরাময় কেন্দ্র বন্ধ করল ডিএনসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালিবাগ রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হলি মাইন্ড মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল আজিজসহ কর্মকর্তারা পালিয়ে যান। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন অভিযানের নেতৃত্বে থাকা ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক। 

আজ মঙ্গলবার বিকেলে হলি মাইন্ড মাদক নিরাময়টি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। গতকাল সোমবার এ অভিযান পরিচালিত হয়। 

সুব্রত সরকার শুভ জানান, রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় অনুমোদনহীন একটি মাদক নিরাময়কেন্দ্র পরিচালিত হয়ে আসছিল। তাদের বারবার এটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হলেও তারা বন্ধ করেনি। পরে গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও মতিঝিল সার্কেলের পরিদর্শকের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে প্রতিষ্ঠানের মালিক আব্দুল আজিজ ও অন্য কর্মকর্তারা পলিয়ে যান। পরে প্রতিষ্ঠানটির নথিপত্র ও মালামাল জব্দ করে সিলগালা করা হয়। 

সুব্রত সরকার আরও জানান, প্রতিষ্ঠানটি ২০২১ সাল থেকে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। গত বছর তারা অনুমোদনের জন্য আবেদন করেছিল। তবে মাদক নিরাময় কেন্দ্র পরিচালনার জন্য যে ধরনের সুযোগ-সুবিধা থাকা ও শর্ত মানার কথা তার কোনোটিই তারা পূরণ করতে পারেনি। ফলে হলি মাইন্ডের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। একাধিকবার নোটিশ দেওয়ার পরেও তারা নির্দেশ মানেনি। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে ১১ জন রোগী ছিল। তবে অভিযানে সময় কোনো রোগীকে পাওয়া যায়নি। 

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া