হোম > সারা দেশ > ঢাকা

অবৈধ মাদক নিরাময় কেন্দ্র বন্ধ করল ডিএনসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালিবাগ রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হলি মাইন্ড মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল আজিজসহ কর্মকর্তারা পালিয়ে যান। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন অভিযানের নেতৃত্বে থাকা ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক। 

আজ মঙ্গলবার বিকেলে হলি মাইন্ড মাদক নিরাময়টি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। গতকাল সোমবার এ অভিযান পরিচালিত হয়। 

সুব্রত সরকার শুভ জানান, রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় অনুমোদনহীন একটি মাদক নিরাময়কেন্দ্র পরিচালিত হয়ে আসছিল। তাদের বারবার এটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হলেও তারা বন্ধ করেনি। পরে গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও মতিঝিল সার্কেলের পরিদর্শকের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে প্রতিষ্ঠানের মালিক আব্দুল আজিজ ও অন্য কর্মকর্তারা পলিয়ে যান। পরে প্রতিষ্ঠানটির নথিপত্র ও মালামাল জব্দ করে সিলগালা করা হয়। 

সুব্রত সরকার আরও জানান, প্রতিষ্ঠানটি ২০২১ সাল থেকে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। গত বছর তারা অনুমোদনের জন্য আবেদন করেছিল। তবে মাদক নিরাময় কেন্দ্র পরিচালনার জন্য যে ধরনের সুযোগ-সুবিধা থাকা ও শর্ত মানার কথা তার কোনোটিই তারা পূরণ করতে পারেনি। ফলে হলি মাইন্ডের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। একাধিকবার নোটিশ দেওয়ার পরেও তারা নির্দেশ মানেনি। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে ১১ জন রোগী ছিল। তবে অভিযানে সময় কোনো রোগীকে পাওয়া যায়নি। 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল