হোম > সারা দেশ > ঢাকা

গণ-অভ্যুত্থান নিয়ে আপত্তিকর পোস্ট, শিক্ষার্থীর চুল কেটে থানায় হস্তান্তর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কটাক্ষ করে ফেসবুকে মন্তব্য করায় এক শিক্ষার্থীর চুল কেটে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করায় এক শিক্ষার্থীর চুল কেটে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। ‎গত মঙ্গলবার রাতে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

‎ওই শিক্ষার্থীর নাম মেজবাহ উদ্দিন। তিনি মাদ্রাসাটির তিতুমীর হলে থাকতেন। আলিম পরীক্ষার্থী ছিলেন। ‎ঘটনার দুই দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, অভিযুক্ত শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই ‎গণ-অভ্যুত্থান নিয়ে ‎একটি আপত্তিকর পোস্ট দেন। এ ঘটনায় ওই এলাকার জনতা ও শিক্ষার্থীরা মেজবাহকে আটক করে। পরে তাঁকে মারধর করে মাথার চুল কেটে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই শিক্ষার্থীকে থানায় নিয়ে আসে। তাঁকে একটি মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানতে চাইলে ‎তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রসংসদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবি ও নিরাপত্তা বিবেচনায় নিয়ে আমরা তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করেছি।’

এ বিষয়ে ‎তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিফজুর রহমান বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা তাকে পুলিশের কাছে তুলে দিই। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।’

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির