হোম > সারা দেশ > ঢাকা

লকডাউনে খোলা থাকবে শিল্প–কারখানা ও জরুরি সেবা

নিজস্ব প্রতিবেদক

লকডাউনের মধ্যে সরকারি-বেসরকারি সব অফিস ও মার্কেট বন্ধ থাকবে। এ সময় গণপরিবহন কীভাবে চলবে, সে সিদ্ধান্ত আজ শনিবার সন্ধ্যার মধ্যে জানাবে সরকার।

আজ দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে শিল্প কারখানাসহ জরুরি সেবার অফিসগুলো খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, লকডাউনের সময় কী কী বিধি-নিষেধ থাকবে তা প্রজ্ঞাপন জারি করে বিস্তারিত জানানো হবে। পাশাপাশি গণপরিবহনগুলো কীভাবে চলাচল করবে সেটিও প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে।

মানুষের চলাচল সীমিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, লকডাউনের সিদ্ধান্ত আগেই ঘোষণা করলাম এজন্য যে, যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তারা যেন ঘরে ফিরতে পারেন।

লকডাউনের মধ্যে শিল্প–কারখানা খোলার রাখার যৌক্তিকতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শিল্প–কারখানাগুলো বন্ধ করে দেওয়া হলে সেখানে যারা কাজ করেন তারা বাড়ি ফিরতে ভিড় করবেন।

এর আগে সকালে এক ভিডিওবার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়া রোধে সরকার আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এসংক্রান্ত প্রজ্ঞাপন আজ সন্ধ্যা বা রবিবার সকালের মধ্যে জারি করা হবে।

আরও পড়ুন:

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান