হোম > সারা দেশ > ঢাকা

লকডাউনে খোলা থাকবে শিল্প–কারখানা ও জরুরি সেবা

নিজস্ব প্রতিবেদক

লকডাউনের মধ্যে সরকারি-বেসরকারি সব অফিস ও মার্কেট বন্ধ থাকবে। এ সময় গণপরিবহন কীভাবে চলবে, সে সিদ্ধান্ত আজ শনিবার সন্ধ্যার মধ্যে জানাবে সরকার।

আজ দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে শিল্প কারখানাসহ জরুরি সেবার অফিসগুলো খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, লকডাউনের সময় কী কী বিধি-নিষেধ থাকবে তা প্রজ্ঞাপন জারি করে বিস্তারিত জানানো হবে। পাশাপাশি গণপরিবহনগুলো কীভাবে চলাচল করবে সেটিও প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে।

মানুষের চলাচল সীমিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, লকডাউনের সিদ্ধান্ত আগেই ঘোষণা করলাম এজন্য যে, যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তারা যেন ঘরে ফিরতে পারেন।

লকডাউনের মধ্যে শিল্প–কারখানা খোলার রাখার যৌক্তিকতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শিল্প–কারখানাগুলো বন্ধ করে দেওয়া হলে সেখানে যারা কাজ করেন তারা বাড়ি ফিরতে ভিড় করবেন।

এর আগে সকালে এক ভিডিওবার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়া রোধে সরকার আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এসংক্রান্ত প্রজ্ঞাপন আজ সন্ধ্যা বা রবিবার সকালের মধ্যে জারি করা হবে।

আরও পড়ুন:

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ