হোম > সারা দেশ > মাদারীপুর

বাবার ভ্যানে স্কুলে যাওয়ার সময় প্রাণ গেল শিক্ষার্থীর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের পৌর শহরের চৌরাস্তা এলাকায় বাবার ভ্যানে স্কুলে যাচ্ছিল আয়েশা আক্তার। এ সময় পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যান উল্টে গিয়ে আয়েশা গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা আক্তার সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার জাহাঙ্গীর মাতুব্বরের মেয়ে। সে চৌরাস্তা এলাকায় জাগরণী ফাউন্ডেশন নামে একটি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। 

এ বিষয়ে নিহতের বাবা জাহাঙ্গীর মাতুব্বর বলেন, ‘আমার ভ্যানে মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার পথে চৌরাস্তা এলাকায় পেছন থেকে একটি সাদা রংয়ের মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে আয়েশা গুরুতর জখম হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। মাইক্রোবাসটি বেপরোয়াভাবে চালনোর কারণে আমার মেয়েটা মারা গেল। তবে মুহূর্তের মধ্যেই মাইক্রোবাসটি পালিয়ে যায়। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। যদি তারা অভিযোগ দেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে মাইক্রোবাসটি শনাক্ত করা যায়নি।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান