রাজধানীর কমলাপুর টিটিপাড়া রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের আনুমানিক বয়স হবে ২২ বছর।
খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আনোয়ার হোসেন বলেন, সকালে টিটিপাড়া রেলক্রসিং জামে মসজিদসংলগ্ন রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক। এতে তাঁর গলা থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ওই যুবক ভবঘুরে প্রকৃতির ছিলেন। মাঝে মাঝে তাঁকে ঘটনাস্থলে দেখতে পেত স্থানীয়রা। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।