হোম > সারা দেশ > ঢাকা

র‍্যাকের সভাপতি জেমসন, সম্পাদক শাফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) ২০২৪-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাফি উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যরা বার্ষিক সাধারণ সভা ও ভোটের মাধ্যমে র‌্যাকের নতুন নেতৃত্ব নির্বাচন করেন। 

সংগঠনটির সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাই টিভির সিনিয়র রিপোর্টার মাহবুব সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দীকি, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের সৈয়দ ঋয়াদ।  

অর্থ সম্পাদক পদে নিউজ টোয়েন্টিফোরের তাসলিমুল আলম তৌহিদ, সাংবাদিক আলী তালুকদার দপ্তর সম্পাদক, দৈনিক আজকের পত্রিকার মারুফ কিবরিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক, আরটিভির আতিকা রহমান কল্যাণ প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, জনকণ্ঠের ফজলুর রহমান সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন এনটিভি বিশেষ প্রতিনিধি সফিক শাহীন, সাইফুল ইসলাম মন্টু, মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও  রফিক উজ্জামান। 

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলি শুভ।

রিপোর্টার্স  অ্যাগেইনস্ট করাপশন ( র‍্যাক)-এর বিদায়ী সভাপতি আহম্মদ ফয়েজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, বর্তমান সহসভাপতি শামীম আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির  ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‍্যাব) নেতারাসহ সিনিয়র সাংবাদিকেরা এ সময় উপস্থিত ছিলেন।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক