গ্রামীণ টেলিকমের অবসায়ন চাওয়া চাকরিচ্যুত শ্রমিকদের আইনজীবী ইউসুফ আলীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টে ইউসুফ আলী নিজেই সাংবাদিকদের বিষয়টি জানান। তিনি বলেন, ‘আমি সকালে গিয়ে দেখেছি, আমার সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আমার ব্যক্তিগত তিনটি, আমার পার্টনারের দুটি এবং আমার চেম্বারের একটি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।’
ইউসুফ বলেন, ‘তথাকথিত সামাজিক ব্যবসার ধ্বজাধারী সুদখোর ইউনূসকে চুবানি দিয়েই সুদে-আসলে গ্রামীণ টেলিকমের শ্রমিক বন্ধুদের ন্যায্য পাওনা আদায় করে দিয়েছি। ১২ কোটি টাকা নিয়ে মামলায় সমঝোতার যে গল্প বানানো হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক ছাড়া আর কিছু না। লিখিত চুক্তির শর্ত মোতাবেক গ্রামীণ টেলিকম সেটেলমেন্ট অ্যাকাউন্টে ৪৩৭ কোটি টাকা প্রদান করার পর শ্রমিক-কর্মচারীরা বিজ্ঞ তৃতীয় শ্রম আদালতে উপস্থিত হয়ে জবানবন্দি প্রদান করে তাঁদের নিজ নিজ মামলা প্রত্যাহার করে নেন। একইভাবে তাঁদের অনুরোধে হাইকোর্ট বিভাগে বিচারাধীন সব রিট মামলা, আদালত অবমাননার মামলা এবং গ্রামীণ টেলিকম অবসায়নের মামলা প্রত্যাহার করি।’
এর আগে শুনানির সময় ১২ কোটি টাকায় সমঝোতার খবরে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ। ওই সময় আদালত বলেন, ‘আমরা শুনেছি, শ্রমিকদের আইনজীবীকে অর্থের বিনিময়ে হাত করে তাঁদের মামলায় আপস করতে বাধ্য করা হয়েছে। কোর্টকে ব্যবহার করে অনিয়ম যেন না হয়। যদি সবকিছু আইন অনুযায়ী না হয়, তবে বিষয়টি সিরিয়াসলি দেখা হবে। আমরা চাই না কোর্ট এবং আইনজীবীর সততা নিয়ে কোনো প্রশ্ন উঠুক।’