হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়েছে ৩ মুদি দোকান

গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়েছে তিন মুদি দোকান। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন চকপাড়া গ্রামের জসিম উদ্দিন, রতন মিয়া ও মোশারফ হোসেন খান।

স্থানীয় বাসিন্দা মো. মাহফুজুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মোশারফ হোসেন খানের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপর একই সারির জসিম উদ্দিন ও রতন মিয়ার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দোকানিরা সকালে এসে আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালায়। এরপর খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে তিনটি দোকানের সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানি জসিম উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। এই দোকান চালিয়ে চলত আমার সংসার। আজ আগুনে আমার শেষ সম্বলটুকু শেষ হয়ে গেল।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির বিষয়ে পরে জানা যাবে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান