হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়েছে ৩ মুদি দোকান

গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়েছে তিন মুদি দোকান। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন চকপাড়া গ্রামের জসিম উদ্দিন, রতন মিয়া ও মোশারফ হোসেন খান।

স্থানীয় বাসিন্দা মো. মাহফুজুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মোশারফ হোসেন খানের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপর একই সারির জসিম উদ্দিন ও রতন মিয়ার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দোকানিরা সকালে এসে আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালায়। এরপর খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে তিনটি দোকানের সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানি জসিম উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। এই দোকান চালিয়ে চলত আমার সংসার। আজ আগুনে আমার শেষ সম্বলটুকু শেষ হয়ে গেল।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির বিষয়ে পরে জানা যাবে।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার