হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আ.লীগ লাঠি নিলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী 

মানিকগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ লাঠি নিলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের বিরোধীরা মাঠে নেমে গেছেন। তাঁরা শুধু মাঠে নামেননি, লাঠি নিয়ে মিছিল করেন, মিটিং করেন। লাঠি নিয়ে দেখাতে চান তাঁরা কত শক্তিশালী! আওয়ামী লীগের হাতে যদি লাঠি ওঠে, তাহলে বিএনপিকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তবে লাঠির রাজনীতি আওয়ামী লীগ করে না। গ্রেনেড হামলার রাজনীতি, সিরিজ বোমার রাজনীতি, বিদ্যুৎ চুরির রাজনীতি, হাওয়া ভবনের রাজনীতি, পেট্রলবোমার রাজনীতি আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে।

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে এই সম্মেলনের আয়োজন করে পৌরসভা আওয়ামী লীগ।

সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান সভাপতিত্ব করেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহসভাপতি আবদুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।

পরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে মানিকগঞ্জে পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী। উপস্থিত নেতা-কর্মীরা মন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে স্লোগান দেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির