নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী থেকে ইটবাঁধা অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে জেলা সদরের ডিক্রিরচর এলাকা থেকে বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, কয়েক দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
নৌ পুলিশের পরিদর্শক (ওসি) শাহজালাল এসব তথ্য জানিয়েছেন। পুলিশের এই কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। লাশের সঙ্গে দুটি বস্তায় ইট বাঁধা পাওয়া যায়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা পরিষ্কার যে, তাঁকে মাথায় আঘাত করে হত্যার পর লাশ গুম করতে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়।’
ওসি শাহজালাল আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।