জাপান সরকার ২০২২ সালে বিদেশিদের জন্য রাজকীয় পদক ঘোষণা করেছে। এ তালিকায় আছে তিন বাংলাদেশি নাগরিকের নাম।
বাংলাদেশ স্কাউটস-এর সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক সভাপতি এ হকস্ বে অটোমোবাইলসের-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক এবং ইয়ামাগাতা-ঢাকা ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক মো. এখলাসুর রহমানকে জাপান সরকার পৃথক পৃথক দ্য অর্ডার অব দ্য রাইজিং সান পদকে ভূষিত করেন। ঢাকায় জাপান দূতাবাস শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
জাপানের বিগ-বি উদ্যোগের আওতায় বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আবুল কালাম আজাদের ভূমিকা ছিল।
অন্যদিকে জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর জন্য কাজের পরিবেশ সহজতর করার ক্ষেত্রে আবদুল হকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
আর মো. এখলাসুর রহমানকে জাপানে পিএইচডি ডিগ্রি অর্জনের পর বাংলাদেশে একটি হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে জাপানি পদ্ধতির চিকিৎসা প্রচলনের পাশাপাশি এখানে জাপানি নাগরিকদের চিকিৎসা প্রদানেও ভূমিকা রাখেন।