হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী আট দিনের রিমান্ডে। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও তাঁর পাঁচ সহযোগীকে দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাসুমের আদালত এই আদেশ দেন।

এর আগে পুলিশ আসামিদের আদালতে হাজির করে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে।

আসামিরা হলেন আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী (৪৮), তাঁর সহযোগী মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। তাঁদের মধ্যে আতাউল্লাহ ছাড়া সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি খোরশেদ আলম মোল্লা বলেন, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকায় অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করার জন্য গোপন বৈঠক করে আসছিলেন। র‍্যাব ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লি আবাসন এলাকার একটি বহুতল ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করে। আতাউল্লাহর বিরুদ্ধে নয়টি হত্যা মামলাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা