হোম > সারা দেশ > গাজীপুর

বাইরে তালা, ভেতরে খোলা

প্রতিনিধি, গাজীপুর

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে চলমান কঠোরতম লকডাউনের দ্বিতীয় দিনে কারখানা চালু রাখার অপরাধে দুটি পোশাক কারখানার মালিকপক্ষকে জরিমানা করেছে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুর ও টঙ্গীতে ২টি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। 

কারখানা দুটি হলো গাজীপুর মহানগরীর কাশিমপুর মেট্রো থানাধীন সাবাবো এলাকার নরবান কমটেক্স লিমিটেড এবং টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকার আনোয়ার গ্রুপের এ ওয়ান পলিমার লিমিটেড। 

গাজীপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: নাসরিন পারভিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আরও জানান, লকডাউন যথাযথভাবে বাস্তবায়নের জন্য গাজীপুর মহানগরী এলাকায় জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। লকডাউনের প্রথম দিনের ন্যায় গতকাল শনিবার মহানগরীর কাশিমপুর মেট্রো থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা। সকালে তিনি জানতে পারেন সাবাবো এলাকায় নরবান কমটেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানা বাইরে তালা মেরে ভেতরে চালু রেখেছে। পরে তিনি সেখানে অভিযান চালিয়ে কারখানাটি চালু আছে দেখতে পান। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারখানা চালু রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) ধারায় অপরাধে মামলা দায়ের করেন এবং ১ লাখ টাকা জরিমানা করে তা নগদ আদায় করেন। 

অপরদিকে, মহানগরীর টঙ্গী এলাকায় শনিবার দুপুরে দায়িত্ব পালন করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি। এ সময় টিঅ্যান্ডটি বাজার এলাকায় আনোয়ার গ্রুপের এ ওয়ান পলিমার লিমিটেডের একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানা চালু অবস্থায় দেখতে পান। পরে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করে কারখানা চালু রাখায় কারখানা কর্তৃপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। 

পরে উভয় কারখানা ছুটি দিয়ে কারখানার কারখানা বন্ধের নির্দেশ দেওয়া  হয়েছে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন