হোম > সারা দেশ > গাজীপুর

বাইরে তালা, ভেতরে খোলা

প্রতিনিধি, গাজীপুর

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে চলমান কঠোরতম লকডাউনের দ্বিতীয় দিনে কারখানা চালু রাখার অপরাধে দুটি পোশাক কারখানার মালিকপক্ষকে জরিমানা করেছে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুর ও টঙ্গীতে ২টি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। 

কারখানা দুটি হলো গাজীপুর মহানগরীর কাশিমপুর মেট্রো থানাধীন সাবাবো এলাকার নরবান কমটেক্স লিমিটেড এবং টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকার আনোয়ার গ্রুপের এ ওয়ান পলিমার লিমিটেড। 

গাজীপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: নাসরিন পারভিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আরও জানান, লকডাউন যথাযথভাবে বাস্তবায়নের জন্য গাজীপুর মহানগরী এলাকায় জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। লকডাউনের প্রথম দিনের ন্যায় গতকাল শনিবার মহানগরীর কাশিমপুর মেট্রো থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা। সকালে তিনি জানতে পারেন সাবাবো এলাকায় নরবান কমটেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানা বাইরে তালা মেরে ভেতরে চালু রেখেছে। পরে তিনি সেখানে অভিযান চালিয়ে কারখানাটি চালু আছে দেখতে পান। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারখানা চালু রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) ধারায় অপরাধে মামলা দায়ের করেন এবং ১ লাখ টাকা জরিমানা করে তা নগদ আদায় করেন। 

অপরদিকে, মহানগরীর টঙ্গী এলাকায় শনিবার দুপুরে দায়িত্ব পালন করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি। এ সময় টিঅ্যান্ডটি বাজার এলাকায় আনোয়ার গ্রুপের এ ওয়ান পলিমার লিমিটেডের একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানা চালু অবস্থায় দেখতে পান। পরে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করে কারখানা চালু রাখায় কারখানা কর্তৃপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। 

পরে উভয় কারখানা ছুটি দিয়ে কারখানার কারখানা বন্ধের নির্দেশ দেওয়া  হয়েছে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট