হোম > সারা দেশ > নরসিংদী

পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত

নরসিংদী প্রতিনিধি

পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর আদালত এলাকায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার দুই আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে স্বজনেরা। এ সময় ধস্তাধস্তিতে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) টিটুল হোসাইন আহত হয়েছেন। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের ৩ নম্বর গেটে এ ঘটনা ঘটে।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক খন্দকার জাকির হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আহত এসআই টিটুল হোসাইন জানান, মনোহরদী থানার একটি হত্যা মামলার আসামি সেলিম মিয়া (২৯) ও পারভেজকে (২৩) রোববার গ্রেপ্তারের পর আজ দুপুরে আদালতে হাজির করার জন্য নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়।

সেখানে গাড়িটি রেখে আসামিদের নিয়ে পায়ে হেঁটে পাশে আদালত ভবনে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। আদালতে প্রবেশ করার সময় ৩ নম্বর গেটে আসামিদের ১০-১৫ জন স্বজন পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে উপপরিদর্শক টিটুল হোসাইন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন। একপর্যায়ে আদালতের অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে দ্রুত আসামিদের আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

উল্লেখ, গ্রেপ্তার দুজন গত ১৭ নভেম্বর চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা মামলার আসামি।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই