হোম > সারা দেশ > ঢাকা

পশুর হাটে নির্ধারিত হাসিলের বাইরে অর্থ আদায় করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমন্বয় সভায় বক্তব্য দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।

আজ রোববার (১ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সে এক বিশেষ সমন্বয় সভায় তিনি বলেন, ‘হাট ইজারাদারেরা সরকার নির্ধারিত হাসিল ছাড়া অতিরিক্ত কোনো টাকা আদায় করতে পারবেন না। পশুবাহী যানবাহন জোরপূর্বক হাটে প্রবেশ করানো যাবে না এবং হাট অবশ্যই নির্ধারিত চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।’

তিনি আরও বলেন, যত্রতত্র পশু লোড-আনলোড বা রাস্তা দখল করে হাট বসানো যাবে না। যান চলাচলে বিঘ্ন ঘটালে বা জোর করে ব্যবসায়ীদের বাধ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পশু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, যেকোনো সমস্যা হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করতে হবে এবং ঘটনার ভিডিও প্রমাণ রাখতে হবে। ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, রাস্তা দখল করে হাট বসানো যাবে না। কৃত্রিম সংকট তৈরি করে গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সমন্বয় সভা। ছবি: আজকের পত্রিকা

সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ ঢাকা মহানগরীর পশুর হাটগুলোর ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা, ট্যানারি অ্যাসোসিয়েশন, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ সভায় একটি প্রেজেন্টেশনের মাধ্যমে হাটকে কেন্দ্র করে নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা তুলে ধরেন। পরে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রতিনিধি তাঁদের মতামত ও সমস্যা তুলে ধরেন।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত