ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হলেন মো. ফারুক হোসেন। আজ রোববার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ডিএমপির দুজন উপ-পুলিশ কমিশনার ও সাতজন সহকারী পুলিশ কমিশনারকে বদলি করা হয়।
এই আদেশেই ফারুক হোসেনকে গণমাধ্যম শাখার ডিসি হিসেবে যুক্ত করা হয়েছে। তিনি ২০০৮ সালে ২৭ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। মো. ফারুক হোসেন এর আগে ডিএমপির অপারেশন বিভাগে কর্মরত ছিলেন।
বেশ কয়েক মাস গণমাধ্যম বিভাগে উপ-পুলিশ কমিশনারের পদটি খালি ছিল। এ কারণে একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) দিয়ে শাখাটি পরিচালিত হয়ে আসছিল।