হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মহাসমাবেশে অসুস্থ হয়ে নারায়ণগঞ্জের বিএনপি নেতার মৃত্যু

ঢামেক প্রতিবেদক

বিএনপির মহাসমাবেশে যোগ দিতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান (৬২)।

আজ শুক্রবার বেলা পৌনে ১টার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক বেলা সোয়া ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মাহমুদুর রহমানের বড় ভাই নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা জানান, তিনি আওয়ামী লীগের রাজনীতি করলেও তাঁর ছোট ভাই মাহমুদুর রহমান বিএনপির রাজনীতি করতেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিল মাহমুদুর। সকালে নারায়ণগঞ্জ থেকে কর্মী-সমর্থক নিয়ে তিনি ঢাকায় আসেন।

এরপর মিছিল নিয়ে পল্টন যাওয়ার সময় দৈনিক বাংলা মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁর সঙ্গে থাকা দলের নেতা-কর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে এলে তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে মাহমুদুরের লাশ দেখতে পান।

মাসুদ রানা জানান, আগে থেকেই মাহমুদুর রহমানের হার্টের সমস্যা ছিল। তিন ছেলের জনক তিনি। রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসা করতেন। থাকতেন নারায়ণগঞ্জের খানপুর রোডে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দৈনিক বাংলা মোড় থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট