হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মহাসমাবেশে অসুস্থ হয়ে নারায়ণগঞ্জের বিএনপি নেতার মৃত্যু

ঢামেক প্রতিবেদক

বিএনপির মহাসমাবেশে যোগ দিতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান (৬২)।

আজ শুক্রবার বেলা পৌনে ১টার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক বেলা সোয়া ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মাহমুদুর রহমানের বড় ভাই নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা জানান, তিনি আওয়ামী লীগের রাজনীতি করলেও তাঁর ছোট ভাই মাহমুদুর রহমান বিএনপির রাজনীতি করতেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিল মাহমুদুর। সকালে নারায়ণগঞ্জ থেকে কর্মী-সমর্থক নিয়ে তিনি ঢাকায় আসেন।

এরপর মিছিল নিয়ে পল্টন যাওয়ার সময় দৈনিক বাংলা মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁর সঙ্গে থাকা দলের নেতা-কর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে এলে তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে মাহমুদুরের লাশ দেখতে পান।

মাসুদ রানা জানান, আগে থেকেই মাহমুদুর রহমানের হার্টের সমস্যা ছিল। তিন ছেলের জনক তিনি। রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসা করতেন। থাকতেন নারায়ণগঞ্জের খানপুর রোডে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দৈনিক বাংলা মোড় থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির