হোম > সারা দেশ > মানিকগঞ্জ

‘নিজের ভোটটা নিজেকে দিতে পারলেই শান্তি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আবদুল আলী ব্যাপারী। গত রোববার দুপুরে যাচাইবাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। মনোনয়ন বাতিল হওয়ার পর রিটার্নিং অফিসারের কার্যালয়ের বারান্দায় গড়াগড়ি করে কান্না করেন আবদুল আলী। আজ বুধবার সকালে নিজের প্রার্থিতা ফেরত পেতে আপিল আবেদনের জন্য নির্বাচন ভবন চত্বরে এসেছেন তিনি।

আপিল আবেদনের বিষয়ে জানতে চাইলে আবদুল আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আপিল আবেদন জমা দেওয়ার জন্য এসেছিলাম। কিন্তু আইনজীবীর একটু ভুলের কারণে আজকে জমা দিতে পারলাম না। এটা ঠিক করে পরে জমা দেব।’

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আবদুল আলী বলেন, ‘আমি শুধু নিজের ভোটটা নিজেকে দিতে পারলেই শান্তি। আমি শুধু নিজের ভোটটা দিতে চাই। কারণ অন্যরা আমাকে ভোট দেবে কি না, তা তো আমি জানি না।’

প্রার্থিতা বাতিল হওয়ার বিষয়ে আবদুল আলী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ মনোনয়ন জমা দিয়েছিলাম। সেখান থেকে রিটার্নিং অফিসার ১০ জন ভোটারকে ফোন করেছিলেন। ১০ জনের দুজন বলেছেন স্বাক্ষর করেছেন, আর আটজন বলেছেন স্বাক্ষর করেনি।’

স্বাক্ষর না করার বিষয়টি জানেন না উল্লেখ করে আবদুল আলী বলেন, ‘পোলাপান স্বাক্ষরের তালিকা এনে দিয়েছে। আমার একার পক্ষে তো এত স্বাক্ষর নেওয়া সম্ভব না, যাচাই করাও সম্ভব না।’

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু