হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বৃদ্ধাকে হাসপাতালে রেখে ৭ মাস লাপাত্তা, পত্রিকায় সংবাদের পর নিয়ে গেল সন্তানেরা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

গণমাধ্যমে খবর প্রকাশের পর সেই বৃদ্ধাকে বাড়ি নিয়ে গেছেন সন্তানেরা। গত মঙ্গলবার বৃদ্ধার দুই ছেলে তাজেল ও জসিম চিকিৎসকদের সঙ্গে কথা বলে মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান।

৯০ বছর বয়সী বৃদ্ধা করিমন সাত মাস আগে অসুস্থ হয়ে পড়লে ছেলে-মেয়েরা তাঁকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চলে যান। এরপর থেকে আর কেউ খোঁজখবর নেননি। ভাঙা পা ও কোমরে ব্যথা নিয়ে বিছানায় পড়ে ছিলেন বৃদ্ধা। 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স শাহিদা খাতুন বলেন, ‘সাত মাস আগে এই বৃদ্ধাকে ভর্তি করার পর কেউ আর দেখতে আসেনি। তিনি হাঁটতে না পারেন না, বিছানায় প্রস্রাব পায়খানা করতেন। আমরা যতটুকু সম্ভব তাঁকে পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করেছি।’ 

করিমন বলেন, ‘ছেলেদের সঙ্গে বাড়ি যেতে পেরে আমি খুব খুশি। তোমরা আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করছো, আল্লাহ তোমাদের ভালো করবো।’ 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ বাহাউদ্দীন বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও ছেলেদের কাছে তাঁদের মাকে ফিরিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে। এই সময় তাঁর কাছে আপনজন থাকাটা খুব দরকার। আমি ব্যক্তিগতভাবে করিমন বেগমের খোঁজখবর রাখার চেষ্টা করবো।’

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১