হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বৃদ্ধাকে হাসপাতালে রেখে ৭ মাস লাপাত্তা, পত্রিকায় সংবাদের পর নিয়ে গেল সন্তানেরা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

গণমাধ্যমে খবর প্রকাশের পর সেই বৃদ্ধাকে বাড়ি নিয়ে গেছেন সন্তানেরা। গত মঙ্গলবার বৃদ্ধার দুই ছেলে তাজেল ও জসিম চিকিৎসকদের সঙ্গে কথা বলে মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান।

৯০ বছর বয়সী বৃদ্ধা করিমন সাত মাস আগে অসুস্থ হয়ে পড়লে ছেলে-মেয়েরা তাঁকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চলে যান। এরপর থেকে আর কেউ খোঁজখবর নেননি। ভাঙা পা ও কোমরে ব্যথা নিয়ে বিছানায় পড়ে ছিলেন বৃদ্ধা। 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স শাহিদা খাতুন বলেন, ‘সাত মাস আগে এই বৃদ্ধাকে ভর্তি করার পর কেউ আর দেখতে আসেনি। তিনি হাঁটতে না পারেন না, বিছানায় প্রস্রাব পায়খানা করতেন। আমরা যতটুকু সম্ভব তাঁকে পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করেছি।’ 

করিমন বলেন, ‘ছেলেদের সঙ্গে বাড়ি যেতে পেরে আমি খুব খুশি। তোমরা আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করছো, আল্লাহ তোমাদের ভালো করবো।’ 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ বাহাউদ্দীন বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও ছেলেদের কাছে তাঁদের মাকে ফিরিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে। এই সময় তাঁর কাছে আপনজন থাকাটা খুব দরকার। আমি ব্যক্তিগতভাবে করিমন বেগমের খোঁজখবর রাখার চেষ্টা করবো।’

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত